বছরের আলোচিত তারকাদের অনেকেরই জন্মদিন পালিত হয়েছে নীরবে নিভৃতে। জন্মদিন উদযাপন নিয়ে আবার রয়েছে নানজনের নানা চিন্তা ও পরিকল্পনা। ঘরোয়াভাবে কেউ কেউ জন্মদিন পালন করলেও এদিনটাকে আলাদা করে ভাবরত চান না অনেকেই। তারপরও আলোচিত তারকাদের জন্মদিন গুলো জেনে নেই।
সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার জন্মদিন ১৭ই জানুয়ারি।
মডেল ও আভিনেত্রী রিচি সোলায়মানের ২৩ জানুয়ারি।
বাপ্পা মজুমদারের জন্মদিনও ২৩ জানুয়ারি।
সংগীতশিল্পী আগুনের জন্ম তারিখ ৯ই ফেব্রুয়ারি,
মডেল ও আভিনেত্রী তিশার জন্মদিন ২০ ফেব্রুয়ারি,
শম্পা রেজার জন্মদিন ১৭ই ফেব্রুয়ারি।
গণসংগীতশিল্পী ফকির আলমগীর এর জন্মদিন ২১ ফেব্রুয়ারি,
শামস্ সুমনের জন্মদিন ২ মার্চ।
তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের জন্মদিন যথাক্রমে ৫ ও ২৩ মার্চ।
সংগীতশিল্পী আসিফের জন্মদিন ২৫ মার্চ।
সংগীতশিল্পী হাসানের জন্মদিন ১৯ এপ্রিল
মডেল অভিনেত্রী সুমাইয়া শিমুর জন্মদিন ৩০ এপ্রিল।
লাক্সতারকা মুনমুনের জন্মদিন ১৪ই মে।
অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন হলো ১৫ই মে।
চাদনীর জন্মদিন ১৯ মে।
সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন ১ জুন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস এর জন্মদিন ৭ই জুন।
অভিনেতা লিটু আনামের জন্মদিন ১৫ই জুন।
অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন ৪ঠা জুলাই।
চিত্রনায়িকা র্পুনিমার জন্মদিন ১১ জুলাই।
নামকরা নৃত্যশিল্পী শামীম আরা নিপার জন্মদিন ১৮ই জুলাই।
২৬শে জুলাই জন্মদিন অভিনেত্রী তারিনের।
টনি ডায়েস ১২ই আগস্ট,
মিতা আরেফিন বাধন ১৮ই আগস্ট,
রামেন্দু মজুমদার ১৯ আগস্ট,
তনিমা হামিদের জন্মদিন ২৭ আগস্ট
নাদিয়ার জন্মদিন ৩১ আগস্ট।
চিত্রনায়ক রিয়াজ এর জন্মদিন ২৬ অক্টোব,
মডেল বাধনের জন্মদিন ২৮ অক্টোবর।
চিত্রনায়িকা মৌসুমির জন্ম ৩ নভেম্বর
লাক্স সুন্দরী ফারিয়ার জন্মদিন ৯ নভেম্বর,
অভিনেত্রী প্রিয়া ডায়েসের জন্মদিন ২৫ নভেম্বর।
মডেল অভিনেত্রী দীপা খন্দকারের জন্মদিন ২৮ নভেম্বর।।।
No comments:
Post a Comment